Last Updated: March 1, 2013 13:57

জেল থেকে আজই ছাড়া পেলেন তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম। তেতাল্লিশ দিন পর গতকাল দশ হাজার টাকার বন্ডে বৃহস্পতিবার আরাবুল ইসলামের শর্তাধীন জামিন মঞ্জুর করে আলিপুর আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, চিকিত্সার প্রয়োজন ছাড়া কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় ঢুকতে পারবেন না তিনি।
ভাঙড়ের কাশীপুর থানা এলাকায় বাড়ি হওয়ায় অন্য থানা এলাকায় যেতে গেলেও তাঁকে নিতে হবে স্থানীয় থানা এবং তদন্তকারী অফিসারের অনুমতি। এর আগে আলিপুর এবং বারুইপুর আদালতে খারিজ হয় আরাবুল ইসলামের জামিনের আবেদন। বামনঘাটায় বাম মিছিলের ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূলের এই নেতাকে।
First Published: Friday, March 1, 2013, 13:57