Last Updated: February 12, 2013 09:36

আরাবুল ইসলামের হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই। সোমবার এসএসকেএম হাসপাতালের তরফে যে মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তাতে এই বিষয়টি স্পষ্ট উল্লেখ রয়েছে।
বুকে ব্যথা অনুভব করায় আলিপুর সেন্ট্রাল জেল থেকে আরাবুলকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। কিন্তু রিপোর্টে অনুযায়ী, বুকে ব্যাথার কোনও প্রমাণ পাননি চিকিত্সকরা। তবে তাঁর ব্লাড সুগারের সমস্যা রয়েছে। এই রিপোর্টের পর সম্ভবত আজই হাসপাতাল থেকে ছাড়া হতে পরে আরাবুল ইসলামকে। পাঠানো হবে আলিপুর সেন্ট্রাল জেলে।
First Published: Tuesday, February 12, 2013, 09:36