জিতে স্বস্তিতে আর্জেন্টিনা, Argentina wins against Colombia

জিতে স্বস্তিতে আর্জেন্টিনা

জিতে স্বস্তিতে আর্জেন্টিনাবিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কলিম্বিয়াকে দুই-এক গোলে হারিয়ে খানিকটা স্বস্তিতে আর্জেন্টিনার কোচ সাবেল্লা। যোগ্যতা নির্ধানির ম্যাচগুলোতে খুব একটা ভাল পারফর্ম করেননি মেসিরা। প্রথমার্ধে ডার্লন প্যাবনের গোলে এগিয়ে যায় কলিম্বিয়া। দ্বিতীয়ার্ধে অ্যাগুয়েরাকে মাঠে নামান কোচ সাবেল্লা। অ্যাগুয়েরা মাঠে নামায় মেসির খেলায়েও ছন্দ ফেরে। ফলে কিছু পরেই দলকে সমতায় ফেরান মেসি। তারপর দলের হয়ে জয়সুচক গোলটি করেন সার্গিও অ্যাগুয়েরা। যোগ্যতা নির্ধারনি পর্বে দুটি জয়, একটি ড্র এবং একটি হার নিয়ে আর্জেন্টিনার পয়েন্ট সাত।

First Published: Wednesday, November 16, 2011, 20:40


comments powered by Disqus