`গার্বেজ টাইমে` কোলাসোর মুখে কখনও মোয়েসের কথা, কখনও আবার ওয়েঙ্গার

`গার্বেজ টাইমে` কোলাসোর মুখে কখনও মোয়েসের কথা, কখনও আবার ওয়েঙ্গার

`গার্বেজ টাইমে` কোলাসোর মুখে কখনও মোয়েসের কথা, কখনও আবার ওয়েঙ্গারক্লাবকর্তারা আস্থা রাখুন তাঁর উপর। সময় দিন তাঁকে। সাফল্য তিনি আনবেনই। আর্তি ইস্টবেঙ্গল কোচ আর্মান্দো কোলাসোর। উদাহরণ টেনে আর্মান্দো জানান,ম্যানচেস্টার ইউনাইটেড ব্যর্থ হলেও কোচ ডেভিড মোয়েসের উপর আস্থা রাখছে ক্লাব। শুধু তাই নয়, প্রাক্তন কোচ স্যার আলেক্স ফার্গুসনও পাশে রয়েছেন মোয়েসের। শুধু মোয়েসই নন,আর্মান্দো উদাহরণ হিসেবে তুলে আনছেন আর্সেন ওয়েঙ্গারের নামও।

যিনি গত ১১ বছর আর্সেনালকে ট্রফি না দিলেও ক্লাবের অনাস্থার পাত্র হননি। ইংলিশ ফুটবলের এই দুই কোচকে দেখেই ফিরে আসার জন্য অনুপ্রানিত হচ্ছেন কোচ কোলাসো। ম্যান ইউ কোচ মোয়েসের দাবি,তাঁর দলে "গার্বেজ টাইম` চলছে। কোলাসোর দলেও চলছে। আর সেখান থেকে দলকে ঘুরে দাঁড়ানোর জন্য দোলের ছুটির পর প্রথম অনুশীলনে, বেশ কয়েকবার মাথা গরম করলেন পাঁচবারের আইলিগ চ্যাম্পিয়ন কোচ।ঘরে বাইরের প্রবল চাপ এবার কি থাবা বসাচ্ছে আর্মান্দোর ভাবপ্রকাশেও?

First Published: Tuesday, March 18, 2014, 23:23


comments powered by Disqus