Last Updated: October 1, 2013 15:58

নতুন জোটসঙ্গী পেতে কোনও ছুতমার্গ নেই এনডিএ-র। আজ এমনই ইঙ্গিত দিলেন বিজেপি নেতা অরুণ জেটলি। একই সঙ্গে তিনি বলেন, লোকসভা ভোটের আগে বা পরে নতুন সঙ্গীর সন্ধান শুরু করতেই পারে এনডিএ।
ন্যূনতম বিবেচনাবোধ থাকলে কোনও সরকার এরকম অর্ডিন্যান্স আনে না। আজ এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপি নেতা অরুণ জেটলি।
First Published: Tuesday, October 1, 2013, 15:58