Last Updated: Monday, August 12, 2013, 08:28
আজ সংসদে খাদ্য নিরাপত্তা বিল পেশ হলে, তার বিরোধিতা করবে না ভারতীয় জনতা পার্টি। এমনটাই জানিয়েছেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। বরং দীর্ঘ দিন ধরে ক্ষমতায় থাকার পরেও দেশে দরিদ্র সীমার নিচে থাকা মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নে ইউপিএ সরকারের ব্যর্থতার কড়া সমালোচনা করেন তিনি। তাঁর মতে, প্রায় এক দশক ধরে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার। অথচ এখনও দারিদ্র দূরীকরণে সেভাবে কোনও সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ ব্যর্থ মনমোহন সিং সরকার।