Last Updated: January 6, 2014 17:33

জম্মু-কাশ্মীরে অভন্ত্যরীণ সুরক্ষার জন্য সত্যিই সেনাবাহিনীর প্রয়োজন রয়েছে কী না সে বিষয়ে মত নেওয়া হোক সেখানকার জন সাধারণেরই। এমনটাই মত ছিল আম আদমি পার্টির নেতা প্রশান্ত ভূষণের। সে বিষয়ে রেফেরেন্ডামের (গণভোট) বিতর্কিত প্রস্তাবও দিয়েছিলেন তিনি। আজ প্রশান্ত ভূষণের সেই মন্তব্যের সরাসরি তীব্র বিরোধিতা করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে দিল্লির নব নিযুক্ত মুখ্যমন্ত্রীর মন্তব্য `` কাশ্মীর নিয়ে প্রশান্ত ভূষণের বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। এটি একান্ত ভাবেই ওনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি।``
``কাশ্মীর উপত্যকায় সেনা থাকবে কী না সেটা দেশের অভন্ত্যরীণ সুরক্ষার বিষয়। সেখানে রেফারেন্ডামের কোনও প্রশ্নই ওঠে না।`` সহকর্মী প্রশান্ত ভূষণের সঙ্গে নিজের দূরত্ব স্পষ্ট করতে এমনটাই মন্তব্য করলেন রাজধানীর মুখ্যমন্ত্রীর।
পেশায় সুপ্রিমকোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণে এক টেলিভিশন সাক্ষাৎকারে গণতন্ত্র প্রসঙ্গে বলতে গিয়ে জানান ``যদি জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষ মনে করেন সেনা তাঁদের মানবাধিকারে হস্তক্ষেপ করছে এবং তাঁরা যদি কাশ্মীর উপত্যকাত নিরাপত্তা রক্ষায় সেনা বাহিনীকে আর না চান, তাহলে সেখান থেকে সেনা বাহিনী সরিয়ে নেওয়াই উচিৎ।``
First Published: Monday, January 6, 2014, 17:33