Last Updated: January 13, 2014 11:22

ধোপে টিকলো না অরবিন্দ কেজরিওয়ালের আপত্তি। তিনি পছন্দ না করলেও আজ থেকে তাঁর জন্য আঁটসাটো জেড ক্যাটাগরির নিরাপত্তা মোতায়েন হচ্ছে। সৌজন্যে উত্তরপ্রদেশ পুলিস। গাজিয়াবাদের তাঁর বাড়ির সামনে আজ থেকে ৩০ জন নিরাপত্তা রক্ষী পাহাড়ায় থাকবেন সর্বক্ষণ। তাঁর গাড়ির সঙ্গে দুটি থাকবে এসকর্ট গাড়িও।
রাজধানীর সর্বকনিষ্ট মুখ্যমন্ত্রীর জন্য দিল্লিতেও নিশ্ছিদ্র সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। `আম আদমি সুপ্রিমো ও নেতারা জনতা দরবার`-এ ভিড়ের চোটে বিপর্যস্ত হয়ে যাওয়ার পর আর কোনও `রিস্ক` নিতে চায় না দিল্লি পুলিসও। দিল্লি পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে ``ভিড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওনার সুরক্ষার একান্ত প্রয়োজন।``
এর আগে গাজিয়াবাদ পুলিসের প্রস্তাবিত সুরক্ষার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু উত্তর প্রদেশ পুলিস জানিয়েছে এবার তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করলেও তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবেই।
First Published: Monday, January 13, 2014, 11:22