Last Updated: February 13, 2014 13:25

নাটকীয়ভাবে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ালেন অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর আম আদমি পার্টির সরকার। রাজধানীর মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন আজ দিল্লি বিধানসভায় পেশ করা হচ্ছে না জনলোকপাল বিল।
সূত্রে খবর, বিল পেশ করার আগে আপ সরকার বিলের কপি আইনপ্রণেতাদের মধ্যে বিতরণ করবে।
এর আগে, দিল্লি বিধানসভায় আজই বিতর্কিত জনলোকপাল বিল পেশ করবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।গতকালই কেন্দ্রীয় আইনমন্ত্রকের তরফে বলা হয়, বিল পেশ করতে গেলে লাগবে কেন্দ্রের অনুমোদন। তা সত্বেও আজই জন লোকপাল বিল পেশ করতে পারেন বলে জানা গিয়েছিল আপ সূত্রে।
দিল্লি সরকারের পক্ষ থেকে বলা হয় এই নিয়ে দ্বিতীয়বার ভাবনার কোনও স্থান নেই। এর আগে রাজধানীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরাসরি ঘোষণাই করেছিলেন জনলোকপাল বিল পাশ করাতে যতদূর সম্ভব যাবেন তাঁরা। জনলোকপাল বিল পাশ না করলে পদত্যাগের হুমকিও দিয়ে রেখেছেন আপ সুপ্রিমো।
First Published: Thursday, February 13, 2014, 13:25