Last Updated: December 29, 2013 15:56

কংগ্রেস- আপ সমঝোতা করে দিল্লির সরকার গড়েছে। অভিযোগ বিজেপির প্রাক্তন সভাপতি নিতিন গড়করির। বিজেপি শক্তিকে বাধা দিতেই এই রাজনৈতিক কৌশল নেওয়া হয়েছে বলে যুক্তি খাড়া করেছেন গড়করি। যদিও বিজেপির প্রবীণ নেতার এই অভিযোগ মানতে চাননি দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
গড়করি বলেন, "এক পাঁচ তারা হোটেলে কংগ্রেস ও কেজরিওয়ালের মধ্যে চুক্তি হয়েছিল।" দিল্লিতে একটি দলীয় সভায় এমনটা জানান গড়করি। বিজপির প্রাক্তন সভাপতি আরও বলেন, "যিনি কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলে নির্বাচনে লড়লেন। তিনি আজ কংগ্রেসের সমর্থনেই সরকার গঠন করলেন।" এমনকী কেজরীওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে কোনও কংগ্রেস ভিআইপি না থাকার পেছনে অন্য রাজনৈতিক সমীকরণের গন্ধ পাচ্ছেন গড়করি।
গতকাল রামলীলা ময়দানে শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন কেজরিওয়াল। প্রথম দিনেও বদলির নির্দেশ দেন বেশ কয়েকজন আমলাকে। মুখ্যমন্ত্রী হয়ে ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারেন কেজরিওয়াল সেদিকেই নজর রয়েছে দিল্লি বাসীর।
First Published: Sunday, December 29, 2013, 15:56