Arvind Kejriwal seeks 10 days to resolve problems of people in Delhi

দশ দিনে মানুষের সমস্যা মেটানোর আশ্বাস কেজরিওয়ালের

 দশ দিনে মানুষের সমস্যা মেটানোর আশ্বাস কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর আসনে বসার একদিনের মধ্যে শাসনের আঁচ ভালই বুজতে পারছেন অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা জনতার দরবারে ১০ দিন সময় চেয়েছেন। তারমধ্যেই আম জনতার সমস্যার সমাধান করার প্রত্যাশা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আম আদমির বিপুল সমর্থনে ক্ষমতায় আসা অরবিন্দ কেজরিওয়াল শনিবার রামলীলা ময়দানে শপথ গ্রহণের সময় সাধারণ মানুষকে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ বজার রেখে চলার কথা বলেন। অভিযোগ, আবেদন সব খোদ মুখ্যমন্ত্রীকে সরাসরি বলার প্রস্তাব রাখেন কেজরিওয়াল।

রবিবার সকালে তেমনটা হয়ও। প্রায় ১৫০ জন মানুষ কেজরিওয়ালের দরবারে আসেন। তাঁদের সঙ্গে কথা বলেন কেজরিওয়াল। নবাবি আমলে দিল্লিতে এমনটাই হত। নবাব গেছে। সে আমলও আর নেই। এখন হাইটেক রাজনীতির যুগ। সোশ্যাল মিডিয়াতেই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন রাজণৈতিক ব্যক্তিত্বরা। কিন্তু কেজরিওয়াল `আম আদমির` গুরুত্বকে প্রাসঙ্গিক করে দিয়েছেন। ফলে দিল্লির মুখ্যমন্ত্রীর দরবারের দরজা খুলে গিয়েছে তাঁদের জন্যও। এখন দেখার কেজরিওয়ালের এই নয়া কৌশল কতোটা কাজে আসে।

First Published: Sunday, December 29, 2013, 17:28


comments powered by Disqus