Last Updated: August 26, 2013 10:26

যৌন নির্যাতনের ঘটনায় ধর্মগুরু আসারাম বাবুর বিরুদ্ধে সমন জারি করল যোধপুর পুলিস। আগামী চার দিনের মধ্যে আসারাম বাবুকে পুলিসের সামনে হাজিরা দিতে হবে।
নিজের আশ্রমেই এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে। আসারাম বাবু ওই কিশোরীর সঙ্গে দেখা হওয়ার কথা স্বীকার করলেও যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।
বর্তমানে ইন্দোরে `নির্জনতা`-র সঙ্গে সময় কাটাচ্ছেন আসারাম বাবু।
পুলিস তদন্তে জানতে পেরেছে যোধপুরে মানাই আশ্রমে আসারাম বাবুর সঙ্গে দেখা করতে রাজি ছিল না নির্যাতিত কিশোরী। কিন্তু তাঁর বাবা-মা এই ধর্মগুরুর প্রতি অন্ধ বিশ্বাসের দরুণ জোর করে আসারাম বাপুর সঙ্গে দেখা করতে পাঠান ওই কিশোরীকে।
কিছুদিন আগে মেয়েটি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। মেয়েটির স্কুলের কেয়ারটেকার তার বাবা-মাকে জানায় মেয়েটির উপর দুষ্ট আত্মা ভর করেছে। এর পরেই মেয়েটির বাবা-মা জোর করে তাকে আসারাম বাপুর কাছে পাঠায়।
মেয়েটির পরিবারের তরফ থেকে এই ধর্মগুরুর বিরুদ্ধে কোনও চক্রান্ত হচ্ছে কিনা সেই বিষয়েও খতিয়ে দেখছে পুলিস।
First Published: Monday, August 26, 2013, 10:26