Ashutosh, Shazia taken for questioning, EC warns AAP of action

আপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন

বিজেপি সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানর ঘটনায় একাধিক আম আদমি পার্টি নেতাদের গ্রেফতার করেছে পুলিস। শহরের একাংশে দাঙ্গা ছড়ানোর অভিযোগ উঠেছে আপ কর্মীদের বিরুদ্ধে। এখনও পর্যন্ত ১৪ জন আপ সমর্থককে গ্রেফতার করেছে পুলিস। পরে তাঁদের ছেড়েও দেওয়া হয়।

এই ঘটনায় নির্বাচন কমিশনার এইচ বর্মন দিল্লির রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ আপ সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বিজেপি সদর দফতরে দাঙ্গা ছড়ানোর ঘটনায় নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ দায়ের হচ্ছে তাঁদের বিরুদ্ধে।

আজ সাজিয়া ইলমিকে পুলিস যখন মন্দেরি মার্গ পুলিস স্টেশানে নিয়ে যাচ্ছিল সেসময় বাধা দেয় আপ সমর্থকরা।

গতকাল বিজেপির সদর দফতরে হামলা ও দফতরের সামনে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১৪ জন আপ সমর্থককে গ্রেফতার করল পুলিস। কালকের ঘটনার জন্য দিল্লির পার্লামেন্ট স্ট্রিটের পুলিস স্টেশনে দাঙ্গা, সাধারণ মানুষের সম্পত্তি ধ্বংস ও পুলিসকে বাধা দেওয়ার অভিযোগে দুই দলের মোট ৩৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

বিজেপি সমর্থকদের সঙ্গে পার্টি সদস্যদের ভয়াবহ সংঘর্ষের পর এই ঘটনার জন্য সমর্থকদের হয়ে ক্ষমা চাইলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সমর্থকদের কাছে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন তিনি।



First Published: Thursday, March 6, 2014, 17:30


comments powered by Disqus