Asia_Cup_India_vs_Srilanka_update

শিখর ধাওয়ানের হাত ধরে ভারত ২৬৫ রানের টার্গেট দিল LIVE UPDATE

সাত মাস পর মুখোমুখি ভারত শ্রীলঙ্কা। একদিনের ক্রিকেটে এই দুই অপরাজেয় দল বরাবরই ভাল ক্রিকেট উপহার দিয়েছে। একটি গোটা সিরিজের দায়িত্ব পাওয়া নবাগত অধিনায়ক বিরাট কোহলির কাছে সত্যি বিরাট চ্যালেঞ্জ। শ্রীলঙ্কা দলে সাঙ্গাকারা, জয়বর্ধনের মতো তিন-চারটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞ খেলোয়ার রয়েছে, সেখানে ভারতীয় দল নতুন, সতেজ তবে একদিনের ক্রিকেটে ধোনীর সাজানো বাগান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২ রানে হারিয়েছে লঙ্কাবাহিনী। মালিঙ্গার দুরন্ত স্পেলে ধরাশায়ী হয়েছে পাক ব্যাটিং লাইন আপ।

First Published: Sunday, March 2, 2014, 15:07


comments powered by Disqus