Last Updated: Friday, November 4, 2011, 17:12
দু`বছর আট মাস জেলবন্দি থাকার পর অবশেষে মুক্তি পেতে চলেছেন বি রামালিঙ্গ রাজু। শুক্রবার সুপ্রিম কোর্ট সত্যম-কাণ্ডে অভিযুক্ত বি রামালিঙ্গ রাজু, তাঁর ভাই বি রামা রাজু এবং সত্যম গোষ্ঠীর প্রাক্তন `চিফ ফিনান্স অফিসার` ভি শ্রীনিবাসের জামিন আবেদন মঞ্জুর করেছে।