Last Updated: February 28, 2014 10:48

এশিয়া কাপে আজ মালিঙ্গা-কোহলির দ্বৈরথ। শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। বাংলাদেশকে ছয় উইকেটে হারানোর পর এবার চান্ডিমলদের সামনে টিম কোহলি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২ রানে হারিয়েছে লঙ্কাবাহিনী। মালিঙ্গার দুরন্ত স্পেলে ধরাশায়ী হয়েছে পাক ব্যাটিং লাইন আপ।
আজ কোহলি-রাহানেরা মালিঙ্গাকে কীভাবে সামলায় তার ওপর অনেকটাই নির্ভর করবে ম্যাচের ভবিষ্যত্। একইসঙ্গে বাংলাদেশকে আড়াইশোর ওপর রান দেওয়া ভারতের বোলিং ব্রিগেডকেও টাইট বোলিং করতে হবে। ভারতের বিরুদ্ধে খেলানো হতে পারে অজন্তা মেন্ডিসকে।
First Published: Friday, February 28, 2014, 10:48