Last Updated: March 15, 2013 17:52

ফের যাত্রী নিগ্রহের অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে। ভাড়া নিয়ে বিবাদের জেরে মারধর করা হল এক যাত্রীকে। এ ঘটনা ঘটেছে নিমতা-বেলঘরিয়া রুটে। অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করেছে পুলিস।
কলকাতা এবং শহরতলির বিভিন্ন রুটে অটো চালকদের বিরুদ্ধে এর আগেও একাধিকবার যাত্রী নিগ্রহের অভিযোগ উঠেছে। এধরনের ঘটনা বন্ধ করতে একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। চালু হয়েছে হেল্প লাইনও। কিন্তু এরপরেও যাত্রী হেনস্থার ঘটনা কমেনি। মাস দুয়েক আগে দমদম স্টেশনে অটো চালকদের হাতে আক্রান্ত হয়েছিলেন এক ব্যক্তি। শুক্রবারও ভাড়া নিয়ে বিবাদের জেরে মারধর করার অভিযোগ উঠল অটোচালকদের বিরুদ্ধে। এদিন দুপুরে নিমতা থেকে বেলঘরিয়া যাচ্ছিলেন শংকর রায়। খুচরো নিয়ে অটো চালকের সঙ্গে বচসা শুরু হয় তাঁর। বেলঘরিয়া পৌঁছনোর পর শংকর রায়কে অটোচালকরা ঘিরে ধরে মারধর করেন বলে অভিযোগ। গুরুতর জখম হন ওই যাত্রী।
পরে বেলঘরিয়া থানায় অটো চালকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্ত অটো চালক সুখেন দাস ওরফে সুকুমারকে গ্রেফতার করেছে পুলিস।
First Published: Friday, March 15, 2013, 17:52