Last Updated: Monday, April 8, 2013, 10:44
অটোয় মহিলাকে কটূক্তি করার অভিযোগে আটক করা হল দুই যুবককে। জানা গেছে, ওই দু`জনই তারাতলা মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। রবিবার রাতে পর্ণশ্রীতে বাড়ি যাওয়ার জন্য স্বামীর সঙ্গে অটোয় উঠেছিলেন এক মহিলা। বেহালা থানার সামনে থেকে অটোয় ওঠেন তাঁরা। ওই অটোরই যাত্রী আরও দুই যুবক মহিলাকে উদ্দেশ্য করে কটূক্তি করছিল বলে অভিযোগ।