বেবি কে এখন ভিয়ান রাজ কুন্দ্রা

বেবি কে এখন ভিয়ান রাজ কুন্দ্রা

বেবি কে এখন ভিয়ান রাজ কুন্দ্রাজন্মের পর দিনই টুইটারে তাঁর ছেলের পেট নেম পোস্ট করেছিলেন প্রাউড মাদার শিল্পা শেঠি কুন্দ্রা। সেই মতোই এতদিন তাঁকে বেবি কে বলেই সম্বোধন করছিলেন কুন্দ্রা দম্পতির ভক্তরা। এতদিনে ছেলের ভাল নাম ঠিক করলেন মিস্টার অ্যান্ড মিসেস কুন্দ্রা। জুনিয়র কুন্দ্রার ভাল নাম ভিয়ান রাজ কুন্দ্রা।

বৃহস্পতিবারই নিজেদের বাড়িতে ছেলের নামরণ অনুষ্ঠান করেন। অনুষ্ঠানের পরই বাবা রাজ কুন্দ্রা এদিন টুইট করেন, "আমি আর শিল্পা ছেলের নাম ঠিক করেছি ভিয়ান। এর মানে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি।" রাজের সঙ্গে মম্মি কুন্দ্রাও করেছেন। ছেলের নামে নতুন টুইটার হ্যান্ডল খুলেছেন রাজ। @Viaanrajkundra। টুইটারে সর্বকনিষ্ঠ সদস্যকে স্বাগত জানানোর জন্যও টুইট করেছেন ড্যাডি কুন্দ্রা।







First Published: Thursday, June 7, 2012, 17:22


comments powered by Disqus