Last Updated: Friday, June 7, 2013, 19:55
শিল্পা শূন্য হতে চলেছে আইপিএল । সূত্রে খবর, রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে রয়্যালসের অন্যতম মালিক রাজ কুন্দ্রার বিরুদ্ধে বেটিং সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হলে তাঁকে সাসপেন্ড করা হবে। এমনকী রয়্যালসের মালিকানায় তাঁর যে শেয়ার আছে হাতছাড়া হবে তাও। গতকাল দিল্লি পুলিস কমিশনার সাংবাদিক সম্মেলনে রাজ কুন্দ্রার বেটিংয়ে জড়িত থাকার কথা সরকারিভাবে ঘোষণা করার পরই রয়্যাল কর্তৃপক্ষ এই বিবৃতি প্রকাশ করে বলে খবর।
অতএব রয়্যালসের গ্যালারিতে বসে শিল্পা শেট্টির মোহিনী হাসির ঝলক, উল্লাস নৃত্য দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হতে চলেছে আপামর আইপিএল প্রেমী।