Last Updated: April 22, 2013 15:03

দোষীকে বাঁচাতেই এই পরিস্থিতিতে চিট ফান্ড নিয়ে অর্ডিন্যান্স আনতে চাইছে রাজ্য সরকার। চিট ফান্ড কেলেঙ্কারি নিয়ে সরকারি উদ্যোগ প্রসঙ্গে আজ এই অভিযোগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সারদার দুর্নীতিতে যখন রাজ্যের বহু মানুষ সর্বশান্ত তখন চিট ফান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে চাপ দেয় বামফ্রন্ট। আজ বিমান বসু বলেন, ``সুর্যকান্ত মিশ্রের নেতৃত্বে দিল্লিতে ডেপুটেশন দেবে বামেরা।`` সারদার চিট ফান্ড কাণ্ড নিয়ে কোনও ধোঁয়াশা রাখা চলবে না বলেও দাবি তুলেছেন ফ্রন্ট চেয়ারম্যান।
তিনি আরও প্রশ্ন তোলেন,``মুখ্যমন্ত্রীর ছবি কারা কিনেছেন?" তা নিয়ে মুকুল রায়কে রাজ্যবাসীর সামনে জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
First Published: Monday, April 22, 2013, 15:03