Last Updated: May 25, 2014 19:38
সিনেমার শুটিংয়ের জন্যতো বটেই, অনেক বাঙালীরই এখন পছন্দের হলিডে ডেস্টিনেশন ব্যাঙ্কক। তবে থাইল্যান্ডের সেনা অভ্যুত্থানের পর গত কয়েক দিনে বদলেছে ছবিটা। গরমের ছুটিতে ব্যাঙ্ককের টিকিট কেটেও পিছিয়ে আসছেন অনেক পর্যটক।
সিনেমায় দেখা স্বপ্নের জগতকে চোখে দেখতে কলকাতার বহু পর্যটকেরই এখন হলিডে ডেস্টিনেশন ব্যাঙ্কক। তবে ব্যঙ্ককের এই চেনা ছবি এখন অনেকটাই বদলে গিয়েছে। সেনা অভ্যত্থান, প্রতিবাদ, প্রতিরোধে মায়াবী থাইল্যান্ড জুড়ে এখন রাজনৈতিক অস্থিরতা। সেনা অভ্যুত্থানের পর দ্রুত বদলে গিয়েছে ছবিটা। ব্যাঙ্ককের টিকিট কেটে অনেকেই এখন পিছিয়ে আসছেন। শুধু ব্যাঙ্ককে যাওয়াই নয় সেখান থেকে এদেশে যারা আসবেন তারাও এই সমস্যার মুখে পরেছেন। টলিউড স্টারেরাও মিস করছেন ব্যাঙ্ককের সৌন্দর্য।
বেশ কিছু পশ্চিমী দেশে ইতিমধ্যেই পর্যটকদের থাইল্যান্ডে না যাবার জন্য সতর্ক করা হয়েছে। ভারতে এখনও সেরকম কিছু না হলেও পর্যটকরা যে সেখানে আর তেমন আগ্রহ দেখাচ্ছেন না স্বীকার করছেন রাজ্যের ট্রাভেল এজেন্সিগুলি। আপাতত ব্যাঙ্কক বিভ্রাট কাটার অপেক্ষায় রয়েছেন সকলেই।
First Published: Sunday, May 25, 2014, 19:38