Last Updated: Sunday, May 25, 2014, 19:38
সিনেমার শুটিংয়ের জন্যতো বটেই, অনেক বাঙালীরই এখন পছন্দের হলিডে ডেস্টিনেশন ব্যাঙ্কক। তবে থাইল্যান্ডের সেনা অভ্যুত্থানের পর গত কয়েক দিনে বদলেছে ছবিটা। গরমের ছুটিতে ব্যাঙ্ককের টিকিট কেটেও পিছিয়ে আসছেন অনেক পর্যটক।