Last Updated: February 4, 2012 21:01

চোটের জন্য বাকি আই লিগে সম্ভবত আর খেলতে পারবেন না অধিনায়ক হোসে ব্যারেটো আর ব্রাজিলীয় মিডফিল্ডার লিমা। ম্যাচে পেনের সঙ্গে সংঘর্ষে গোড়ালি গুরুতর জখম হয়েছে লিমার।
হ্যামস্ট্রিংয়ে মারাত্মক চোট পেয়েছেন মোহনবাগান অধিনায়ক ব্যারেটোও। দলের দুই গুরুত্বপূর্ন বিদেশি ফুটবলার চোট পেয়ে যাওয়ায় চিন্তা কয়েকগুন বাড়িয়ে দিয়েছে টিডি সুব্রত ভট্টাচার্যের। ম্যাচ শেষে স্টেডিয়াম থেকেই লিমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার এমআরআই হবে ব্যারেটোর। এই দুই ফুটবলার ছাড়াও গোড়ালিতে চোট পেয়েছেন ওডাফা ওকেলি।
First Published: Saturday, February 4, 2012, 21:01