আজ আলজেরিয়ার বিরুদ্ধে খেলতে নামছে বিশ্বকাপের ডার্ক হর্স বেলজিয়াম

আজ আলজেরিয়ার বিরুদ্ধে খেলতে নামছে বিশ্বকাপের ডার্ক হর্স বেলজিয়াম

আজ আলজেরিয়ার বিরুদ্ধে খেলতে নামছে বিশ্বকাপের ডার্ক হর্স বেলজিয়ামমঙ্গলবার ব্রাজিল বিশ্বকাপে প্রথমবার নামছে গ্রুপ এইচের চারটি দল। আলেজরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বেলজিয়াম। অন্য ম্যাচে মুখোমুখি রাশিয়া ও দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপে ডার্ক হর্সের তকমা নিয়ে অভিযান শুরু করছে বেলজিয়াম। বেলো হরাইজন্টের এসতাদিও মিনেরিও স্টেডিয়ামে বেলজিয়ামের প্রতিপক্ষ আলজেরিয়া। হ্যাজার্ড,কোর্টুয়া, কম্পানি, ফেলেনি, লুকাকু, জানুজাই, ডি ব্রুইন। এবারের বেলজিয়াম দলে বড় ক্লাবে খেলা ফুটবলারের সংখ্য অনেক। অধিকাংশ ফুটবলার বেশ পরিচিত মুখ। বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে শেষ গোল করেছিলেন যিনি, সেই মার্ক উইলমোটস এবারের দলের হেড স্যার। চোট সমস্যায় ডি ব্রুইন, লুকাকুদের নিয়ে কিছুটা সংশয় থাকলেও আফ্রিকার দলটির বিরুদ্ধে নামার আগে তৈরি বেলজিয়াম। অন্যদিকে চতুর্থবার বিশ্বকাপে নামছে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাইশ নম্বরে থাকা আলজেরিয়া। রক্ষণে মাজিদ বাউগেরা এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। বিশ্বকাপে নামার আগে প্রস্তুতি ম্যাচে আর্মেনিয়া ও রোমানিয়াকে হারিয়েছে আলজেরিয়া।

এর আগে দুবারের সাক্ষাতে একবারও বেলজিয়ামকে হারাতে পারেনি আফ্রিকার এই দেশটি।

অন্যদিকে এরিয়া প্যান্টানাল স্টেডিয়ামে রাশিয়ার মুখোমুখি দক্ষিণ কোরিয়া। ২০০০২ এর পর প্রথমবার বিশ্বকাপের আসরে রাশিয়া।কোচ ফ্যাবিও কাপেলোরা হাতে পরে বদলে গিয়েছে রাশিয়া। অধিনায়ক শিরোকভের অনুপস্থিতিতে এই দলের বড় ভরসা জাগোয়েভ। অন্যদিকে এবারের কোরিয়া দল ২০০২-এর ছায়ামাত্র। চলতি বছরে ছটি ম্যাচে খেলে চারটিতে হেরেছে কোরিয়া।

First Published: Tuesday, June 17, 2014, 17:28


comments powered by Disqus