Last Updated: Tuesday, June 17, 2014, 17:28
মঙ্গলবার ব্রাজিল বিশ্বকাপে প্রথমবার নামছে গ্রুপ এইচের চারটি দল। আলেজরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বেলজিয়াম। অন্য ম্যাচে মুখোমুখি রাশিয়া ও দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপে ডার্ক হর্সের তকমা নিয়ে অভিযান শুরু করছে বেলজিয়াম। বেলো হরাইজন্টের এসতাদিও মিনেরিও স্টেডিয়ামে বেলজিয়ামের প্রতিপক্ষ আলজেরিয়া। হ্যাজার্ড,কোর্টুয়া, কম্পানি, ফেলেনি, লুকাকু, জানুজাই, ডি ব্রুইন। এবারের বেলজিয়াম দলে বড় ক্লাবে খেলা ফুটবলারের সংখ্য অনেক। অধিকাংশ ফুটবলার বেশ পরিচিত মুখ। বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে শেষ গোল করেছিলেন যিনি, সেই মার্ক উইলমোটস এবারের দলের হেড স্যার। চোট সমস্যায় ডি ব্রুইন, লুকাকুদের নিয়ে কিছুটা সংশয় থাকলেও আফ্রিকার দলটির বিরুদ্ধে নামার আগে তৈরি বেলজিয়াম। অন্যদিকে চতুর্থবার বিশ্বকাপে নামছে ফিফা র্যাঙ্কিংয়ে বাইশ নম্বরে থাকা আলজেরিয়া। রক্ষণে মাজিদ বাউগেরা এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। বিশ্বকাপে নামার আগে প্রস্তুতি ম্যাচে আর্মেনিয়া ও রোমানিয়াকে হারিয়েছে আলজেরিয়া।