Last Updated: Tuesday, November 13, 2012, 14:23
নভেম্বরের শেষের দিক। শীতের আমেজে ময়দানে শুরু হয়ে গেছে তোড়জোড় করে ক্রিকেট প্রস্তুতি যদিও ক্রিকেটটা সারা বছর খেলা হয়। কিন্তু শীতের আমেজে ক্রিকেট! ক্রিকেটপ্রেমীদের কাছে এ হেন অভাবনীয় দৃশ্য। চোখ বুজলে একটাই ছবি ভাসে, লর্ডসের মাঠে শিশির মাখা ঘাসের বুকে দাঁডিয়ে আছে তিনটি স্লিপ, একটা গালি, পয়েন্ট, কভার, এক্সট্রা কভার, মিড অফ। সামনে দাঁড়িয়ে শর্ট স্কোয়ার লেগ। আর দুর থেকে ছুটে আসছে গতিশীল বোলার। এমনই ইংল্যান্ডীয় ক্রিকেট দৃশ্য। তাই একটা কথা বলা যেতেই পারে- সময়টা শীতকাল, প্রতিপক্ষ ইংল্যান্ড, হোক না ভারতের মাঠ, ভারত-ইংল্যান্ড সিরিজ পুরো জমে যাবে।