Last Updated: January 24, 2013 17:27

প্রতিযোগিতার একাদশ দিনে এসে অস্ট্রেলিয়ান ওপেনে ভারতীয়দের চ্যালেঞ্জ শেষ হয়ে গেল। বৃহস্পতিবার মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে সানিয়া মির্জা, মহেশ ভূপতি বিদায় নিলেন। তৃতীয় বাছাই সানিয়া-বব ব্রায়ান জুটি ৫-৭, ৪-৬ হারলেন অবাছাই চেক জুটি হার্দাকা-ক্রামেকের বিরুদ্ধে। আর পঞ্চম বাছাই মহেশ ভূপতি-নাদিয়া পেত্রোভা জুটি জোর লড়াই চালিয়ে হারলেন ৩-৫, ৬-৩, ১১-১৩ অস্ট্রেলিয়ান জুটি জার্মিলা গ্যাডসোভা-ম্যাথু এবডেনের বিরুদ্ধে।
আগেই প্রতিযোগিতায় বাকি তিন ভারতীয়র অভিযান শেষ হয়ে গেছিল। সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন সোমদেব দেববর্মন। ডাবলস-মিক্সড ডাবলস দুটি বিভাগেই দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন লিয়েন্ডার পেজ। মিক্স ডাবলসের শেষ আট থেকে রোহন বোপান্না তৃতীয় রাউন্ডে বিদায় নিয়েছিলেন। সানিয়া মির্জা মহিলাদের ডাবলস থেকে বিদায় নিয়েছিলেন প্রথম রাউন্ডেই। মহেশ ভূপতির ডাবলস অভিযানে দাঁড়ি পড়েছিল তৃতীয় রাউন্ড থেকেই।
First Published: Thursday, January 24, 2013, 17:27