মধুচন্দ্রিমায় সস্ত্রীক ভুটানরাজ, Bhutan King in honeymoon

মধুচন্দ্রিমায় সস্ত্রীক ভুটানরাজ

মধুচন্দ্রিমায় সস্ত্রীক ভুটানরাজমধুচন্দ্রিমা যাপনে ভারতে এলেন সস্ত্রীক ভুটানের রাজা। রবিবার দিল্লি এসে পৌঁছন ভুটানের রাজা  জিগমে খেসর নামগিল ওয়াংচুক। সঙ্গে ছিলেন তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী জেত্সুন পেমা। ৯ দিন তাঁরা এদেশে কাটাবেন। যাবেন রাজস্থানের জয়পুর, উদয়পুর, রণথম্বোর, যোধপুরের মতো বিভিন্ন জায়গায়। বিয়ের পর এটিই ভুটান রাজের প্রথম বিদেশ সফর। আজ বিমানবন্দরে রাজা ও তাঁর স্ত্রীকে স্বাগত জানান কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রী মিলিন্দ দেওরা। ৯ দিনের সফরে রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, উপ-রাষ্ট্রপতি
হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করবেন ভুটানের রাজা। গত তেরোই অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

First Published: Sunday, October 23, 2011, 23:59


comments powered by Disqus