Last Updated: Tuesday, April 16, 2013, 17:06
জয়পুরের অমানবিকতায় গতকালই হারিয়েছেন স্ত্রী, কন্যাকে। আজ স্বজনহারা কানহাইয়া লাল রাইগার একেবারে কাঠগড়ায় তুললেন পুলিস-পথচারীদের ঔদাসিন্য, অনুভুতিহীনতাকে। একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাইগার বলেন, "অ্যাম্বুলেন্স নয়, স্ত্রী-কন্যাকে হাসপাতালে নিয়ে যেতে পুলিস তাঁদের পিক আপ ভ্যানে তোলে। স্ত্রীকে আবর্জনার মতো গাড়িতে ছুঁড়ে ফেলে পুলিস। তারপর হাসপাতালে নিয়ে যায়।"