Last Updated: January 13, 2014 13:54

পৃথিবীর সব চাইতে প্রশংসনীয় ব্যক্তি কে? সমীক্ষা বলছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তবে পিছিয়ে নেই ভারতও। ৩০ জনের এই তালিকায় পাঁচ নম্বরে আছেন ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর।
দ্য টাইমসের হয়ে `ইউগভ` নামের একটি সংস্থা এই সমীক্ষাটি চালিয়েছে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, চিন, মিশর, নাইজেরিয়া, পাকিস্তান ও ব্রাজিলের ১৪,০০০ জনের মতামতের ভিত্তিতে তৈরি করেছে পৃথিবীর সর্বাধিক প্রশংসিত ৩০ ব্যক্তির তালিকা।
এই তালিকায় প্রথম ১০-এ ঠাঁই করে নিয়েছেন তিনজন ভারতীয়। ৩০ জনের মধ্যে এই সংখ্যাটা সাত। সাত নম্বরে রয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী, নয়ে অমিতাভ বচ্চন। ১০-এ আছেন প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালাম। আন্না হাজারে ১৪ ও তাঁর একদা ভাবশিষ্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দখলে ১৮ নম্বর জায়গাটা। এই তালিকার একেবারে শেষের স্থানটি বিজনেস টাইকুন রতন টাটার দখলে।
বিশ্বের দুই তাবড় রাষ্ট্রনেতাকে হারিয়ে শীর্ষ স্থানটি দখল করেছেন বিল গেটস। দুই নম্বরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আর তিন নম্বরে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চারে পোপ ফ্রান্সিস আর সচিন ও মোদীর মাঝখানের চিনা প্রেসিডেন্ট জিংপিং।
এই তালিকায় ১৭ নম্বরে রানি এলিজাবেথ, ১৯-এ অ্যাঞ্জেলিনা জোলি। বস্তুত শীর্ষ ২০ জনের মধ্যে মাত্র এই দুই মহিলাই জায়গা করে নিতে পেরেছেন।
First Published: Monday, January 13, 2014, 13:54