Last Updated: Saturday, June 1, 2013, 16:47
আন্তর্জাতিক হওয়ার বিজ্ঞাপনটা বলিউড অভিনেতাদের এখন লেটেস্ট ট্রেন্ড। সামান্য বিদেশে সফরে গেলেও এখন বলিউড অভিনেতারা দাবি করেন তাঁরা এখন আন্তর্জাতিক হয় গিয়েছেন। আমির খান এই বিষয়ে দারুণ রকম ব্যতিক্রমী। তবে নিজের ঢাক আর নিজেকে পেটাতে হল না আমিরকে। বিশ্বের অন্যতম ধনবান ব্যক্তি তথা মাইক্রোসফটের চেয়ারম্যান নিজেই আমিরকে আন্তর্জাতিক বানিয়ে দিলেন।