আমিরের সঙ্গে দেখা করতে চাইলেন বিল গেটস

আমিরের সঙ্গে দেখা করতে চাইলেন বিল গেটস

আমিরের সঙ্গে দেখা করতে চাইলেন বিল গেটসআন্তর্জাতিক হওয়ার বিজ্ঞাপনটা বলিউড অভিনেতাদের এখন লেটেস্ট ট্রেন্ড। সামান্য বিদেশে সফরে গেলেও এখন বলিউড অভিনেতারা দাবি করেন তাঁরা এখন আন্তর্জাতিক হয় গিয়েছেন। আমির খান এই বিষয়ে দারুণ রকম ব্যতিক্রমী। তবে নিজের ঢাক আর নিজেকে পেটাতে হল না আমিরকে। বিশ্বের অন্যতম ধনবান ব্যক্তি তথা মাইক্রোসফটের চেয়ারম্যান নিজেই আমিরকে আন্তর্জাতিক বানিয়ে দিলেন।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট-এর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন বিল গেটস। সম্প্রতি বিল গেটস তার ব্লগে এ রকম মনোবাসনার কথাই জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘ আমি আমির খানের সঙ্গে দেখা করতে চাই। শুনতে চাই ইউনিসেফের শিশু পুষ্টি বিষয়ক দূত হিসেবে তার কর্মসূচী। জানতে চাই আমির খানের টেলিভিশন শো ‘সত্যমেভ জায়াতে’র ব্যাপারেও ।’’

তিনি আরো লিখেছেন, ‘ভাগ্য ভালো থাকলে হয়তো আমিরের নাচও দেখতে পারবো।’

আমির খানের প্রথম টিভি শো ‘সত্যমেব জয়তে’ দারুণভাবে সাড়া ফেলে দেয়। বিনোদনের বাইরে বেরিয়ে আমির একজন সামাজিক কর্মী হিসেবেও চিহ্নিত হয়ে যান। এই অনুষ্ঠানে নারী নির্যাতন, যৌতুক, শিশুদের যৌন নিপিড়নসহ বিভিন্ন সামাজিক ইস্যু তুলে ধরেন মিস্টার পারফেকশনিস্ট। শুধু ভারতেই নয়, তার এ অনুষ্ঠান আলোড়ন তোলে বিশ্বের বিভিন্ন দেশে। প্রভাবশালী টাইম ম্যাগাজিন তাঁকে নিয়ে প্রচ্ছদ করে।

First Published: Saturday, June 1, 2013, 16:47


comments powered by Disqus