Biman takes on mamata

আন্না কখনও বলেননি রাজনৈতিক সভায় যোগ দেবেন: বিমান

মমতা-আন্না সম্পর্কে চিড় ধরায় তৃণমূলনেত্রীকেই কটাক্ষ করলেন বিমান বসু। তিনি বলেন, "আন্না হাজারে রাজনৈতিক সভায় যোগ দেবেন, এমন কথা কখনও বলেননি।" অথচ তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে রামলীলা ময়দানের সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, আন্না হাজারের।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাল সিপিআইএম। আজ রামলীলা ময়দানে মমতা বন্দ্যপাধ্যায় অভিযোগ করেন, তাঁকে খুন করার চেষ্টা চালাচ্ছে সিপিআইএম সহ কয়েকটি দল। মুখ্যমন্ত্রীর এই আক্রমণাত্মক মন্তব্য রাজ্যের আইনশৃঙ্খলা নষ্ট করতে পারে বলে মন্তব্য করেছেন বিমান বসু।

First Published: Wednesday, March 12, 2014, 23:22


comments powered by Disqus