Last Updated: Wednesday, March 12, 2014, 23:20
মমতা-আন্না সম্পর্কে চিড় ধরায় তৃণমূলনেত্রীকেই কটাক্ষ করলেন বিমান বসু। তিনি বলেন, "আন্না হাজারে রাজনৈতিক সভায় যোগ দেবেন, এমন কথা কখনও বলেননি।" অথচ তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে রামলীলা ময়দানের সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, আন্না হাজারের।