আমরি কর্তাদের মুক্ত করতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আমরি কর্তাদের মুক্ত করতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আমরি কর্তাদের মুক্ত করতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপিআমরি কাণ্ডে ধৃত হাসপাতাল কর্তাদের মুক্তির দাবিতে তদ্বির শুরু করল রাজ্য বিজেপি। আজ, পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি রাহুল সিনহার নেতৃত্বে দলের শীর্ষ নেতারা রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দেখা করে তাঁকে এবিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন।  আমরি কর্তাদের ছাড়াতে বিজেপির এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে।

গত ৮ ডিসেম্বর ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। বিষ বাতাসে দমবন্ধ হয়ে ৯৩ জন রোগীর মৃত্যু হয়। ঘটনার দিনই গ্রেফতার হন আমরির কর্তারা। ১৪ জন ডিরেক্টরের মধ্যে ৬ জন- শ্রবণ টোদি, রবি টোডি, প্রশান্ত গোয়েঙ্কা, মণীশ গোয়েঙ্কা, রাধেশ্যাম গোয়েঙ্কা এবং দয়ানন্দ অগ্রবাল এখন আলিপুর সেন্ট্রাল জেলে। অন্য ডিরেক্টর রাধেশ্যাম অগ্রবাল ভর্তি এসএসকেএম হাসপাতালে।

আদালতে নিয়ে আসার পরও বারবারই জনরোষের মুখে পড়তে হয়েছে আমরি কর্তাদের। সেই অভিযুক্ত আমরি কর্তাদের ছাড়াতে এবার উদ্যোগী হল বিজেপি। রাজ্যপালের কাছে গিয়ে রীতিমতো দরবার করলেন তাঁরা।

কিন্তু হঠাত্‍ আমরি কর্তাদের জন্য কেন এত উদ্বেগ বিজেপি রাজ্য নেতৃত্বের?
রাহুলবাবুদের যুক্তি, এর ফলে নাকি শিল্পমহলে খারাপ বার্তা যাবে!

First Published: Friday, January 6, 2012, 19:17


comments powered by Disqus