Last Updated: Saturday, January 11, 2014, 19:35
ঠিক যেন ইচ্ছামৃত্যু। আট বছর কোমায় থাকার পর প্রয়াত হলেন ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন। মৃত্যুর পর প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র গিলাড যা বললেন তাতে বলতেই হচ্ছে অ্যারিয়েল শ্যারনের আসলে ইচ্ছামৃত্যু হয়েছে। রাজধানী তেলআবিবের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তাঁর পুত্র বলেন, বাবার ইচ্ছা হয়েছে, তাই মারা গেলেন। গিলার্ডের কথা শুনে মনে হচ্ছে শ্যারনের মৃত্যু যেন শরসজ্জায় থাকা মহাভারতে ভীষ্মর মৃত্যুর মত ইচ্ছাসাপেক্ষে এল।