Last Updated: March 21, 2013 14:30

শীর্ষ আদালতের নির্দেশে পাঁচ বছরের জেলের আদেশ মুন্না ভাইয়ের। খবরে স্তম্ভিত টিনসেল টাউন। টুইটারে সমবেদনা জানালেন তারকারা,
মহেশ ভট
"মর্মাহত। এখনই শুনলাম ৫ বছরের জন্য জেলে যেতে হবে সঞ্জয় দত্তকে। আমি ক্ষমা আশা করেছিলাম। তা না হওয়ায় আমি হতাশ।"
করণ জোহর
"সঞ্জুর সাজা ঘোষণায় আমি স্তম্ভিত। আমার দেখা অন্যতম সেরা মানুষ... এই সাজা পাওয়ার কথা নয়... তাঁকে আমার সহানুভুতি..."
ফারহা খান
"সঞ্জয় দত্ত মানুষ হিসেবে খুব ভাল। তাঁর এই সাজা পাওয়ার কথা না। ঈশ্বর তাঁকে শক্তি দিন। তাঁর পরিবারের জন্য প্রার্থণা করি।"
কুনাল কোহলি
"১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণের দায় সঞ্জয় দত্তের নয়। আসল চক্রীরা নিরাপদে পাকিস্তানে রয়েছেন, যেখানে ওসামা বিন লাদেন লুকিয়ে ছিলেন।"
First Published: Thursday, March 21, 2013, 14:33