Last Updated: Monday, July 29, 2013, 09:28
পঞ্চায়েত ভোটের আজ ফলপ্রকাশ। গণনা শুরু গ্রাম পঞ্চায়েতের আসনে। এরপর পঞ্চায়েত সমিতি এবং সবশেষে গণনা হবে জেলা পরিষদের। রাজ্যের ৩২৯টি গণনাকেন্দ্রে ফল জানা যাবে। এবার গ্রাম পঞ্চায়েতে প্রার্থী ৪৮, ৮০০ জন। পঞ্চায়েত সমিতিতে প্রার্থী রয়েছেন ৯২৪০ জন। জেলা পরিষদে ৮২৫ জন প্রার্থী রয়েছেন। ৬২৭০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।