Last Updated: Saturday, August 31, 2013, 20:02
দুর্নীতি আর আর্থিক বৈষম্যের প্রতিবাদে ফের পথে নামলেন ব্রাজিলবাসী। সাও পাওলো, রিও ডি জেনেইরো, পোর্তে অ্যালগ্রে, বেলো হোরাইজেন্তোর মতো শহরগুলি উত্তাল নাগরিক প্রতিরোধে। গতকাল রাতে সাও পাওলোর রাস্তায় বের হয় এক বিশাল প্রতিবাদ মিছিল। মিছিল থেকে প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অপসারণের স্লোগান উঠেছে। সেই স্লোগান শোনা গেছে দেশের অন্যত্রও।