Last Updated: July 7, 2014 20:04
আলু, পেঁয়াজের বর্ধিত দামই কাবু করছিল মধ্যবিত্তকে। এবার দামের দৌড়ে সব সব্জিকে টেক্কা দিল বেগুন। কেজি প্রতি বেগুনের দাম একলাফে পঞ্চাশ টাকা থেকে বেড়ে হল একশো টাকা। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ার কারণেই খুচরো বাজারেও বেড়েছে বেগুনের দাম।
আলু, পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝিঙে, পটল, ঢেঁড়শ, টমেটো সহ অন্যান্য সব্জির দাম। সব সব্জির দামই ছুঁয়েছে পঞ্চাশের কোঠা। তবে সবাইকে ছাপিয়ে গেছে বেগুনের দাম। এক কেজি বেগুন এখন একলাফে পঞ্চাশ থেকে বেড়ে একশো টাকা।কলকাতা উত্তর থেকে দক্ষিণ সব বাজারগুলোতেই চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন।
একনজরে দেখে নেওয়া যাক বিভিন্ন বাজারে বেগুনের দাম:
মানিকতলা বাজারে কেজি প্রতি বেগুন বিকোচ্ছে ১০০ টাকায়।
গড়িয়াহাট মার্কেটে এক কেজি বেগুনের দাম ৯০ থেকে ১০০ টাকা।
লেকমার্কেটে তা পাওয়া যাচ্ছে ১০০থেকে ১২০ টাকায়।
বেগুনের দাম একলাফে এতটা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।
First Published: Monday, July 7, 2014, 20:04