Last Updated: Monday, July 7, 2014, 20:04
আলু, পেঁয়াজের বর্ধিত দামই কাবু করছিল মধ্যবিত্তকে। এবার দামের দৌড়ে সব সব্জিকে টেক্কা দিল বেগুন। কেজি প্রতি বেগুনের দাম একলাফে পঞ্চাশ টাকা থেকে বেড়ে হল একশো টাকা। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ার কারণেই খুচরো বাজারেও বেড়েছে বেগুনের দাম।