Last Updated: May 11, 2012 14:44

দলীয় কর্মী খুনের প্রতিবাদে শুক্রবার সিপিআইএমের ডাকে বার্নপুরে বারো ঘণ্টার বনধ চলছে। বন্ধ রয়েছে দোকানপাট। যানবাহন চলাচল করছে না। খোলেনি স্কুলগুলিও। বৃহস্পতিবার সকালে বার্নপুর স্টেডিয়ামের কাছে সিপিআইএম কর্মী অর্পণ মুখার্জিকে গুলি করে খুন করা হয়। তিনি প্রাক্তন সিপিআইএম বিধায়ক বামাপদ মুখার্জির ছেলে।
বৃহস্পতিবার প্রাতর্ভ্রমণের সময় আসানসোলে দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন স্থানীয় সিপিআইএম নেতা অর্পণ মুখার্জি। ঘটনাটি ঘটেছে আসানসোলের বার্নপুর স্টেডিয়ামের কাছে। তাঁর গায়ে পাঁচটি গুলি লাগে। বার্নপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।
দুর্গাপুর পুরসভার আসন্ন নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বর্ধমান জেলার শিল্পাঞ্চলে। রাজ্যের প্রধান শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধী বাম দলগুলি এমনকী জোটশরিক কংগ্রেসও। এই পরিস্থিতিতে অর্পণ মুখার্জির হত্যাকাণ্ড ঘিরে নতুন করে রাজনৈতিক অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় মানুষ। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বর্ধমান শহরের কাছে দেওয়ানদিঘিতে দুষ্কৃতীদের আক্রমণে নিহত হন প্রাক্তন সিপিআইএম বিধায়ক প্রদীপ তা এবং দলের জেলা কমিটির সদস্য কমল গায়েন। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে।
First Published: Friday, May 11, 2012, 14:44