Last Updated: Friday, May 11, 2012, 14:44
দলীয় কর্মী খুনের প্রতিবাদে শুক্রবার সিপিআইএমের ডাকে বার্নপুরে বারো ঘণ্টার বনধ চলছে। বন্ধ রয়েছে দোকানপাট। যানবাহন চলাচল করছে না। খোলেনি স্কুলগুলিও। বৃহস্পতিবার সকালে বার্নপুর স্টেডিয়ামের কাছে সিপিআইএম কর্মী অর্পণ মুখার্জিকে গুলি করে খুন করা হয়।