Last Updated: August 16, 2013 18:01

শুক্রবার বিকেলে অফিস টাইমে হাওড়া ব্রিজে ২টি মিনি বাসের সংঘর্ষে আহত হলেন ৫ জন যাত্রী। ধর্মতলা- হাওড়া রুটের বাস দুটির সংঘর্ষ হয়েছে। ব্রেক ফেল করে দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
First Published: Friday, August 16, 2013, 18:01