Last Updated: Thursday, November 1, 2012, 10:18
শহরে বাড়ল বাস, মিনিবাস , ট্যাক্সির ভাড়া। কিন্তু পরিসেবা রয়ে গেল সেই
তিমিরেই। বর্ধিত ভাড়া নিয়ে সাধারণ মানুষ উদ্বেগপ্রকাশ করলেও অনেকেই মেনে
নিয়েছিলেন এই ভেবে যে পরিসেবায় উন্নতি আসবে। কিন্তু কোথায় কি! কলকাতা রয়ে
গেল কলকাতাতেই। বা বলা ভাল কলকাতার বাস-মিনিবাস-ট্যাক্সির পরিসেবা রয়ে গেল
সেই আদিম যুগেই। এখনও সেই বাদুরঝোলা হয়ে বাসে ওঠা, ওভারটেকের কায়দা বাজির
খেলা, পছন্দ মত রুট না পেলে যাত্রী প্রত্যাখান। সব কিছুই চলছে আগের মতন।