জোট তত্‍পরতা- নবান্নে মমতার সঙ্গে বৈঠক চন্দ্রবাবু নাইডুর, দিল্লিতে দেবগৌড়ার বাড়িতে কারাত, নীতিশ, ব

জোট তত্‍পরতা- নবান্নে মমতার সঙ্গে বৈঠক চন্দ্রবাবু নাইডুর, দিল্লিতে দেবগৌড়ার বাড়িতে কারাত, নীতিশ, বর্ধনরা

নবান্নে ফেডেরাল ফ্রন্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন তেলুগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নাইডু। আজ দুপুরে নবান্নে আসেন টিডিপি প্রধান। মমতা-বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় আধঘণ্টা বৈঠক করেন তিনি।

লোকসভা ভোটে ফেডেরাল ফ্রন্টের সাফল্য নিয়ে তাঁরা দুজনেই আশাবাদী। নবান্ন ছাড়ার মুখে জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু।

তৃতীয় বিকল্প গঠন নিয়ে আজও বৈঠক হল দিল্লিতে। আজ দেবগৌড়ার বাড়িতে বৈঠকে বসেন প্রকাশ কারাত, নীতিশ কুমার, এবি বর্ধনরা। বৈঠকে অ-কংগ্রেসি, অ-বিজেপি সম্ভাব্য জোট নিয়ে আলোচনা হয়। বৈঠকে ঠিক হয়েছে, সংসদের বর্ধিত শীতকালীন অধিবেশনের পরে আরেক দফা আলোচনা হবে। আলোচনায় থাকবেন এগারোটি দলের নেতারা। সম্ভাব্য জোটে চোদ্দটি দল থাকতে পারে।

First Published: Monday, February 10, 2014, 17:16


comments powered by Disqus