Last Updated: November 7, 2011 15:52

রাজ্যপালের মধ্যস্থতায় আজ রাজভবনে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের মূল আলোচ্য বিষয় রাজ্যের আর্থিক প্যাকেজ। রাজ্য সরকারের তরফে বেশকিছু প্রকল্পের জন্য কেন্দ্রের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা আর্থিক সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখনও পর্যন্ত মৌখিক আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। এই অবস্থায় দাঁড়িয়ে কীভাবে রাজ্যের জন্য টাকা পাওয়া যায়,তার জন্যই এই বৈঠকের উদ্যোগ। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের আর্থিক সঙ্কট নিয়ে সরব শাসক দল তৃণমূল কংগ্রেস। আর্থিক সাহায্যের দাবিতে একাধিকবার কেন্দ্রের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। মিলেছে আশ্বাসবাণীও। তবে তা এখনও মৌখিক আশ্বাসের স্তরেই রয়ে গিয়েছে। কেন্দ্রের বক্তব্য, এই প্যাকেজ পেতে বেশকিছু সাংবিধানিক বাধা রয়েছে রাজ্যের সামনে। তা কাটিয়ে কীভাবে টাকা দেওয়া যায় তার চেষ্টাচরিত্র চলছে। ইতিমধ্যে রাজ্যপাল এম কে নারায়ণনও বেশ কয়েকবার উদ্যোগী হয়ে এব্যাপারে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু প্রাপ্তির ভাঁড়ার সেই শূন্য। কেন্দ্র-রাজ্যের এই টানাপোড়েনের জের গড়িয়েছে প্রণব মুখোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কেও।রাজনৈতিক মহলের বক্তব্য, দুজনের সম্পর্কে চিঁড় ধরার ছবি এখন অনেকটাই স্পষ্ট।এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাত্ করে আর্থিক প্যাকেজ না পাওয়া নিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তাঁর অভিযোগের আঙুল ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দিকে। শেষবার দিল্লি সফরকালে একবারের জন্যেও প্রণববাবুর সঙ্গে দেখা পর্যন্ত করেননি মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে প্রণব মুখোপাধ্যায় কলকাতায় থাকাকালীনও দেখা করেননি দুজন। যা কিনা চেনা পরিচিত রাজনৈতিক ছবির একেবারে বিপরীত। এরই মধ্যে আবার নতুন সমস্যা দেখা দিয়েছে পেট্রোলের মূল্যবৃদ্ধি ইস্যুকে ঘিরে। মুখ্যমন্ত্রীর দাবি, শরিক দল হলেও তাঁদের এব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়। প্রণব মুখোপাধ্যায় কিন্তু সরাসরি সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন। এহেন পরিস্থিতিতে দুই নেতাকে এক টেবিলে বসাতে শেষপর্যন্ত মধ্যস্থতাকারীর ভূমিকায় নামতে হল খোদ রাজ্যপালকে। আগে ঠিক ছিল শনিবার এই বৈঠক হবে। তবে তা পিছিয়ে মঙ্গলবার বিকেলে নির্ধারিত হয়েছে। এদিকে মঙ্গলবারই দিল্লিতে পেট্রোলের মূল্যবৃদ্ধি ইস্যুতে তৃণমূল কংগ্রেস সাংসদদের দেখা করার কথা প্রধানমন্ত্রীর সঙ্গে। এই প্রসঙ্গে ইতিমধ্যে সমর্থন তোলার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে তৃণমূল।দিল্লিতে ওই বৈঠকের পর কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ফলে তার জের কতটা রাজভবনের বৈঠকে পড়বে সেদিকেও কড়া নজর রয়েছে রাজনৈতিক মহলের।
First Published: Tuesday, November 8, 2011, 08:50