বেথলেহেমে বড়দিন, Christmas in Bethlehem

বেথলেহেমে বড়দিন

বেথলেহেমে বড়দিনবড়দিন উপলক্ষে জমজমাট যীশুর জন্মস্থান বেথলেহেম এর ওয়েস্ট ব্যাঙ্ক শহর। শনিবার রাত থেকেই সেখানে ভিড় করেন সারা বিশ্বের প্রায় একশোজন ট্যুরিস্ট। উত্‍সবে সামিল হন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মহম্মদ আব্বাস এবং প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী সালাম ফায়াদ। অন্যদিকে ভ্যাটিক্যান সিটিতেও মহাসমারোহে পালিত হয় বড়দিনের উত্‍সব। গতকাল রাত থেকেই চার্চে ভিড় করেন প্রায় কয়েক হাজার রোমান ক্যাথলিক। বড়দিন উপলক্ষে বিশ্ববাসীকে শান্তির বার্তা ও অভিনন্দন জানান পোপ।





First Published: Sunday, December 25, 2011, 13:14


comments powered by Disqus