Last Updated: Sunday, December 25, 2011, 11:42
বড়দিন উপলক্ষে জমজমাট যীশুর জন্মস্থান বেথলেহেম এর ওয়েস্ট ব্যাঙ্ক শহর। শনিবার রাত থেকেই সেখানে ভিড় করেন সারা বিশ্বের প্রায় একশোজন ট্যুরিস্ট। উত্সবে সামিল হন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মহম্মদ আব্বাস এবং প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী সালাম ফায়াদ।